যে কারনে মালাইকার উপর রেগে গেলেন নোরা!
মালাইকার মন্তব্যে অপমানিত নোরা। এ বার মালাইকার এমন ব্যবহারে শো থেকে বেরিয়ে গেলেন নোরা ফতেহি।
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী মালাইকা ও নোরা ফাতেহী। খুব শীগ্রই এই দুজনকে দেখা যাবে একই ফ্রেমে। তবে তা এখনো নিশ্চিত হয়নি। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ওটিটি প্ল্যাটফর্মে দেখানো হচ্ছে মালাইকার শো ‘মুভিং উইথ মালাইকা’।
এই শো শুরুর আগে থেকেই চর্চায় রয়েছে। প্রতিদিন নতুন নতুন চমক দিচ্ছে মালাইকা তার শো-তে। কখনও অর্জুন কপূরের সঙ্গে বিয়ের প্রসঙ্গে, আবার নিজের বোনকেই হাসি পাত্র বানিয়ে।
বলিউডের দুই প্রজন্মের নৃত্যশিল্পী নোরা ফতেহি ও মালাইকা আরোরা। বেলি ডান্সিংয়ের জন্যেই দেশ জুড়ে জনপ্রিয়তা পেয়ে থাকেন নোরা। মালাইকা তার ব্যক্তিগত জীবন নিয়ে সমসময় শিরোনামে। এ বার দু’জন এক টেবিলে। যদিও আগে এক নাচের রিয়েলেটি শো-তে একসঙ্গে দেখা গিয়েছিল নোরা-মালাইকাকে। এ বার মালাইকার শো-তে উপস্থিত নোরা। তাদের সঙ্গে দেখা গেছে আরেক নৃত্যীশল্পী টেরেন্স লুইসকে। এমনিতেই নোরার প্রতি টেরেন্সের দুবর্লতা আগেই দেখেছেন টিভির দর্শক। এ বার নোরাকে সঙ্গে নিয়ে মালাইকার শো-তে দেখা যাবে তাকে।
নোরার প্রসঙ্গে মালাইকা বলেন, নোরা কখনও গরম, কখনও ঠান্ডা স্বভাবের। ছাইয়া ছাইয়া গানেই নাকি দু’জনের একসাথে করার চিন্তাভাবনা করছিলেন টেরেন্স। তাতে বাদ সাধেন নোরা। মালাইকা এমন কিছু বলেন, তাতেই অপমানিত হয়ে বেরিয়ে যান নোরা।
শো-এর খন্ড খন্ড অংশের এই ঝলক দেখেই অনেকেই আবার মন্তব্য করেন সবটাই আসলে প্রচারের কৌশল।
বিএস/ওডে/সি