মুক্তি পেতে চলেছে কুখ্যাত সিরিয়াল কিলার ‘দ্য সার্পেন্ট’
নেপালের জেল থেকে মুক্তি পেতে চলেছেন ‘বিকিনি কিলার’ নামে পরিচিত চার্লস সোভরাজ। ১৯ বছর ধরে তিনি কারাবন্দী রয়েছেন। গত বুধবার ২১ ডিসেম্বর নেপালের সুপ্রিম কোর্ট তার মুক্তির নির্দেশ দেন।
১৯৭৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দুই মার্কিন পর্যটককে খুনের অভিযোগে সোভরাজকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছিল নেপালের একটি আদালত। দুই পর্যটক ছিলেন কোনি জো ব্রোনজিক ও তার বন্ধু লরেন্ট ক্যারিরি। প্রায় দুই দশক পর নেপালের সুপ্রিম কোর্ট তার মুক্তি মঞ্জুর করেছে।
সোভরাজের বিরুদ্ধে সত্তর ও আশির দশকের শুরুতে থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের নারী পর্যটকদের মাদক সেবন করিয়ে হত্যার অভিযোগ রয়েছে। তার শিকারের অধিকাংশই ছিল বিকিনি পরা নারী। হত্যার পর সরীসৃপের মতো পালানোর কারণে তাকে ‘দ্য সার্পেন্ট’ নাম দেওয়া হয়েছিল।
বিশ্বের অন্যতম কুখ্যাত এই সিরিয়াল কিলার দিল্লিতে তিনজন পর্যটককে বিষ প্রয়োগে হত্যার অভিযোগে দীর্ঘদিন ভারতের তিহার জেলে ছিলেন। বহুভাষিক সোভরাজ তার সুন্দর চেহারা এবং কমনীয় ব্যক্তিত্ব দ্বারা শিকারদেরকে আকৃষ্ট করতেন। ১৯৯৭ সালে ভারত থেকে মুক্তি পাওয়ার পর সোভরাজ ফ্রান্সে যান। এরপর নেপালে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। তার সাজার ৯৫ ভাগ তিনি ভোগ করেছেন। তার বয়সের কারণে তাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট।
এনবিএস/ওডে/সি