ভাষার বৈচিত্র্য নিয়ে এলো ‘মুড়ির টিন’
শুরু হলো অনলাইনভিত্তিক সংগীত বিষয়ক আয়োজন ‘কোক স্টুডিও’র দ্বিতীয় সিজন। তাদের শুরুটা অনেক আগে হলেও বাংলাদেশ কেন্দ্রিক বাংলা ভার্সন যাত্রা করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। আলোচিত ‘নাসেক নাসেক’ গানের মাধ্যমে এই আয়োজনের প্রথম সিজন শুরু হয়।
বছর ঘুরে আবারো ভাষার মাস ফেব্রুয়ারিতেই প্রতিষ্ঠানটি প্রকাশ করলো তাদের দ্বিতীয় সিজনের প্রথম গান। বরাবরের মতো এবারো তারা ভাষার বৈচিত্র্য নিয়ে নির্মাণ করলো ‘মুড়ির টিন’। হাজং ও বাংলা ভাষার ফিউশনে তৈরি করা গানটি ১৪ ফেব্রুয়ারি অন্তর্জালে অবমুক্ত করা হয়।
শিরোনামের নতুন মৌলিক গানটি চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলের ভাষার মিক্স ফিউশন। এই গানে কন্ঠ দেয়ার পাশাপাশি গানের কথা লিখেছেন চট্টগ্রামের ভাষায় রিয়াদ হাসান, সিলেটি র্যাপ পল্লব ও খুলনার অংশ তৌফিক আহমেদ।
‘কোক স্টুডিও’র প্রথম সিজনের ‘নাসেক নাসেক’ গানটিও ছিলো হাজং ভাষার ফিউশন। যার অর্থ ছিলো ‘নাচো নাচো’। ফিউশনে যুক্ত করা হয়েছিলো বহুল পরিচিত লোকসংগীত ‘দোল দোল দুলুনি’।
কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজনা করছেন কন্ঠশিল্পী শায়ান চৌধুরী অর্ণব।
তিনি বলেন, ‘একটা সময় ছিল, যখন নিজের আঞ্চলিক বচনে কথা বললে সেটা নিয়ে ঠাট্টা করা হতো। কিন্তু মায়ের যে বচন শুনে মানুষ বড় হয়েছে, সেই বচনেই সে কথা বলবে এবং সেটাই বাংলা ভাষার বৈচিত্র্য ও সৌন্দর্য। তাই কোক স্টুডিও বাংলার সিজন টু-এর প্রথম গান আঞ্চলিক বচনের বৈচিত্র্যকে ভালোবেসে উৎসর্গীকৃত। আশা করি সবার ভালো লাগবে।
এনবিএস/ওডে/সি