গুলশান ক্লাবে প্রদর্শিত হলো অ্যাডভেঞ্চার অব সুন্দরবন- এর স্পেশাল স্ক্রিনিং

সম্প্রতি দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পেয়েছে ড মুহম্মদ জাফর ইকবালের জনপ্রিয় কিশোর সাহিত্য ‘রাতুলের রাত রাতুলের দিন’-অবলম্বনে সরকারী অনুদানে ও বঙ্গ এর সহপ্রযোজনায় নির্মিত শিশুতোষ চলচ্চিত্র-‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। চলচ্চিত্রটির পরিচালনায় আছেন রায়হান জুয়েল ও শ্রেষ্ঠাংশে সিয়াম-পরীমনিসহ এক ঝাঁক শিশুশিল্পী।
দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল, সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাখেলা সাথে অ্যাডভেঞ্চারের হাতছানি ও জলদস্যুর ধাওয়া-পাল্টা ধাওয়া নিয়ে নির্মিত এই চমকপ্রদ চলচ্চিত্রটি বিশ্বের বৃহত্তম এই ম্যানগ্রোভ বনেই শুটিংকৃত চলচ্চিত্রে দর্শকরা রূপালি পর্দায় দেখবে সুন্দরবনের নৈসর্গিক সৌন্দর্য। চলচ্চিত্রটির প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় দুই তারকা সিয়াম ও পরীমনি। তাদের সাথে আরো আছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আবু হুরায়রা তানভীর প্রমুখ। সেই সঙ্গে এক ঝাঁক শিশুশিল্পী
সম্প্রতি চলচ্চিত্রটির প্রদর্শিত হয় গুলশান ক্লাবে যেখানকার সম্মানিত মেম্বার ও আমন্ত্রিত অতিথিরা তাদের পরিবার ও সন্তানের সাথে সরাসরি উপভোগ করেছে চলচ্চিত্রটি। বঙ্গ স্টুডিও কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য উপস্থিত ছিল ড. মুহম্মদ জাফর ইকবাল, সিয়াম আহমেদ, পরীমনি, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, কচি খন্দকার, আশীষ খন্দকার, চয়নিকা চৌধুরী প্রমুখ। এছাড়াও এই স্পেশাল স্ক্রিনিং এ বঙ্গ এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন বঙ্গ এর সিইও আহাদ ভাই, মিস্টার নাভিদুল হক (কো-ফাউন্ডার, বঙ্গ), মিস্টার ফায়াজ তাহের (সিওও, বঙ্গ), মুশফিকুর রহমান মঞ্জু (চিফ কন্টেন্ট অফিসার, বঙ্গ) প্রমুখ। প্রবল উচ্ছ্বাস ও আনন্দের মাঝে আমন্ত্রিত অতিথিরা চলচ্চিত্রটি উপভোগ করেন। বঙ্গ এর জন্য সুসংবাদ যে গুলশান ক্লাবের মেম্বাররা এমন আরও আয়োজনের সাথে ভবিষ্যতেও থাকতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।

এনবিএস/ওডে/সি

news