৬৪ জন স্কুলপড়ুয়া একসঙ্গে কোভিডে আক্রান্ত! ওড়িশার রায়গড়ে উদ্বেগ

 স্কুল খোলা-বন্ধের বিতর্ক নিয়ে যখন গোটা রাজ্য উত্তাল, তখনই পড়শি রাজ্য ওড়িশায় স্কুল খোলার কারণেই ঘটে গেল বড় বিপদ। একসঙ্গে ৬৪ জন পড়ুয়া আক্রান্ত হল কোভিডে (School Students Covid)!
রায়গড়ের কোটলাগুন্ডা এলাকার একটি হোস্টেল থেকে খবর এসেছে ৪৪ জনের আক্রান্ত হওয়ার। ওই হোস্টেলেও স্কুলপড়ুয়া ছেলেমেয়েরা থাকে। কারও অবশ্য উপসর্গ তেমন তীব্র নয়। সকলেই আইসোলেশনে আছেন।
এছাড়াও বিষমকটক ব্লকের একটি সরকারি স্কুল থেকে খবর এসেছে ২০ জন পড়ুয়ার আক্রান্ত হওয়ার (School Students Covid)। 
জেলা কালেক্টর সরোজকুমার মিশ্র জানিয়েছেন, ৬৪ জন পড়ুয়ার কোভিড হওয়ার খবর পেয়েছেন। ব়্যান্ডম টেস্ট করা হচ্ছে। ধরা পড়লেই আইসোলেট করা হচ্ছে। তবে কারও কোনও সিম্পটম নেই।
জানা গেছে, এই মুহূর্তে সে রাজ্যে কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৬০। মোট আক্রান্ত ১২ লক্ষ ৮৮ হাজার ২০২, সেরে উঠেছেন ১২ লক্ষ ৭৮ হাজার ৮৬৩ জন। রাজ্যে মোট মৃত্যু ৯১২৬ জনের। নতুন করে অবশ্য কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় টেস্ট হয়েছে ১৫ হাজার ৬৮৫ জনের। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news