কুতুব মিনারের নাম পরিবর্তন করে ‘বিষ্ণু স্তম্ভ’ রাখার দাবিতে বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক কুতুব মিনারের সামনে হিন্দুত্ববাদী একটি গোষ্ঠী ‘হনুমান চালিসা’পাঠের চেষ্টা করলে পুলিশ তাদেরকে আটক করেছে।

হিন্দি গণমাধ্যম ‘এবিপি নিউজ’ সূত্রে প্রকাশ, আজ (মঙ্গলবার) হিন্দুত্ববাদী সংগঠনের সাথে যুক্ত লোকেরা ‘হনুমান চালিসা’ পাঠ করতে করতে কুতুব মিনারে পৌঁছলে পুলিশ তাদেরকে আটক করেছে। কুতুব মিনারের বাইরে তারা ‘হনুমান চালিসা’ পাঠও  করেছে।   

ইউনাইটেড হিন্দু ফ্রন্টের দাবি, কুতুব মিনার একটি ‘বিষ্ণু স্তম্ভ’। আজ ‘গেরুয়া  পতাকা’ নিয়ে কিছু লোক ‘হনুমান চালিসা’ পাঠ করতে করতে কুতুব মিনারের দিকে যাচ্ছিল, যদিও সেখানে উপস্থিত থাকা বিপুল সংখ্যক পুলিশ তাদেরকে এগিয়ে যেতে দেয়নি। কুতুব মিনারে যাওয়ার পথে ব্যারিকেডও দেয়া হয়। কুতুব মিনারে’  হনুমান চালিসা’ পাঠ করতে না দিতে ইউনাইটেড হিন্দু ফ্রন্টের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি জয় ভগবান গোয়েলকে মঙ্গলবার সকালে গৃহবন্দী করা হয়।

ইউনাইটেড হিন্দু ফ্রন্ট বলছে, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে কুতুব মিনার আসলে একটি ‘বিষ্ণু স্তম্ভ’। তাদের দাবি- ২৭টি জৈন ও হিন্দু মন্দির ভেঙে ওই টাওয়ারটি তৈরি করা হয়েছিল। এই চত্বরে জৈন এবং হিন্দু দেবদেবীর মূর্তিগুলোকে সংস্কার করে সম্মানের সাথে স্থাপন করা উচিত এবং হিন্দুদের এখানে পুজো করার অনুমতি দেওয়া উচিত।     

এ দিকে, আজ বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল ‘আজতক’-এর ওয়েবসাইটে  প্রকাশ, ‘মহাকাল মানব সেবা’ নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের পক্ষ থেকে কুতুব মিনারের নাম পরিবর্তনের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ওই বিষয়ে হিন্দুত্ববাদী সংগঠনের এক কর্মী বলেন, মুঘলরা আমাদের কাছ থেকে এটি ছিনিয়ে নিয়েছিল। আমরা এ বিষয়ে আমাদের দাবি জানাচ্ছি। আমাদের দাবি- কুতুব মিনারের নাম পরিবর্তন করে ‘বিষ্ণু স্তম্ভ’ করতে হবে। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রী মোদির কাছে একটি স্মারকলিপিও জমা দেবো।    

‘আজতক’  সূত্রে প্রকাশ, কুতুব মিনারের নাম পরিবর্তনের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ চলছে। এতে অনেক হিন্দুত্ববাদী সংগঠন অংশগ্রহণ করেছে। এ সময়ে বিক্ষোভকারী ‘জয় শ্রী রাম’স্লোগান দেয়। আন্দোলনকারীরা বলছেন, এটা সনাতন  ধর্মের জায়গা। সনাতন ধর্ম একই থাকবে। আগে এর নাম ছিল ‘বিষ্ণু স্তম্ভ’। মুঘলরা এর নাম পরিবর্তন করে কুতুব মিনার রাখে। এখন আমরা আবার এর নাম পরিবর্তন করে ‘বিষ্ণু স্তম্ভ’ করার দাবি জানাচ্ছি বলে মন্তব্য করেন এক বিক্ষোভকারী। 

সম্প্রতি হিন্দুত্ববাদী বিজেপি’র পক্ষ থেকে রাজধানী দিল্লির আকবর রোড, হুমায়ুন রোড, আওরঙ্গজেব লেন, তুঘলক লেনের মতো সড়কের নাম পরিবর্তনের দাবি তোলা হয়েছে। দিল্লির বিজেপি সভাপতি আদেশ গুপ্তা উত্তর দিল্লি পৌরসভার চেয়ারম্যানকে এক চিঠিতে ওই দাবি জানিয়েছেন। তিনি ওই সড়কগুলোর নাম পরিবর্তন করে মহারানা প্রতাপ, গুরু গোবিন্দ সিং, মহর্ষি বাল্মিকী ও জেনারেল বিপিন রাওয়াতের নামে রাখার প্রস্তাব দিয়েছেন। এ সবের মধ্যে এবার যুক্ত হল ঐতিহাসিক কুতুব মিনারের নাম পরিবর্তন করার নয়া দাবি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news