সংসদের বিশেষ অধিবেশনে আলোচনার বিষয়বস্তু কী? নয় দফা দাবি-সহ মোদীকে চিঠি সনিয়ার
সংসদের বিশেষ অধিবেশনের অ্যাজেন্ডা জানতে চাইলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী। এব্যাপারে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি বলেছেন, বিরোধীদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। এখনও অধিবেশনের আলোচ্যসূচিও জানানো হয়নি। সংসদের বিশেষ অধিবেশন বসতে চলেছে ১৮-২২ সেপ্টেম্বর। নতুন সংসদ ভবনে এই অধিবেশনে বসবে। এই বিশেষ অধিবেশনের আলোচ্যসূচিতে কী কী থাকবে তা এখনও জানানো না হলেওও ইন্ডিয়ার বদলে ভারত নামটি গ্রহণ করার ব্যাপারে জল্পনা তীব্র হয়ে উঠেছে। কংগ্রেস সহ অন্য রাজনৈতিক দলগুলির তরফে বিষয়টি নিয়ে কটাক্ষ করা হলেও, নামবদল নিয়ে কোনও আপত্তি করা হয়নি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি