ইন্ডিয়া নাম বদলে ‘ভারত’-এ রূপান্তরিত করা সম্ভব কীভাবে, কী বলছেন বিশেষজ্ঞরা

 দেশের নাম ইন্ডিয়া আবার ভারতও। কিন্তু ইন্ডিয়া নামের চির অবলুপ্তি ঘটানোর তোড়জোড় শুরু হয়েছে বলে আশঙ্কা বিরোধীদের। সম্প্রতি জি২০ শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ পত্রে যেভাবে গভর্নর অব ইন্ডিয়ার পরিবর্তে গভর্নর অব ভারত লেখা হয়ছে, তাতেই আশঙ্কার বাতাবরণ তৈরি হয়েছে। এই অবস্থায় জল্পনা শুরু হয়েছে কীভাবে ইন্ডিয়া নামের অবলুপ্তি ঘটিয়ে শুধু ভারত করা সম্ভব হয়। তা করতে গেলে কী কী প্রয়োজন, তা নিয়ে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। ভারতের সংবিধানের ১ নম্বর ধারায় লেখা রয়েছে ইন্ডিয়াই ভারত। এই দুই নামকে বিনিময়যোগ্যভাবে ব্যবহার করা যাবে না।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news