আন্তঃরাজ্য গবাদি পশু পরিবহণ নিষিদ্ধ করার নির্দেশ যোগী আদিত্যনাথের
আন্তঃরাজ্য গবাদি পশু পরিবহণ নিষিদ্ধ করতে উদ্যোগ নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি লাম্পি ভাইরাসের সংক্রমণ রুখতে সম্প্রতি কড়া নির্দেশ জারি করেছেন। কোনওভাবেই গবাদি পশুর আন্তরাজ্য পরিবহণ করা যাবে না। যেভাবে লাম্পি ভাইরাস সংক্রমিত হয়ে চর্মরোগ চড়াচ্ছে, তার বিস্তার নিষিদ্ধ করতেই এই নির্দেশ বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, লম্পি ভাইরাস সংক্রামিত গবাদি পশু, উদ্ধার হওয়া গবাদি পশু এবং অ-সংক্রমিত গবাদি পশুদের জন্য পৃথকীকরণের ব্যবস্থা করতে হবে বলে জানান তিনি। সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গবাদি পশুদের লম্পি ভাইরাস থেকে রক্ষা করার প্রস্তুতি পর্যালোচনা করেছেন এবং কর্মকর্তাদের একটি বিশেষ টিকা প্রচারাভিযান চালু করারও নির্দেশ দিয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি