প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ফসল, অবিলম্বে শস্য ভান্ডার খতিয়ে দেখার নির্দেশ যোগী আদিত্যনাথের 

 প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর প্রদেশের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাজ্যের একাধিক জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরিচ, বান্দা, বারাবাঙ্কি, সুলতানপুর, গোন্ডা, সারাবস্তি। সেখানে প্রায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর প্রদেশে এবার বর্ষায় দুই ভিন্ন ছবি ধরা পড়েছে। কোথাও অনাবৃষ্টি তো কোথাও অতি বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যে এবার ফসলের ব্যবক ক্ষতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তর প্রদেশ কৃষি প্রধান রাজ্য সেকারণে সেখানে ফসলের ক্ষতি হলে গোটা দেশেই তার প্রভাব পড়বে। তাই আগে থেকেই সতর্কতা নিতে চান যোগী আদিত্যনাথ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news