সিআইএ প্রধানের বক্তব্যের জবাব দিলেন রাশিয়ার গোয়েন্দা প্রধান
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইয়ের পরিচালক উইলিয়াম বার্নসের নেতিবাচক মন্তব্যের জবাব দিয়েছেন রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর-এর প্রধান সের্গেই নারিশকিন।
তিনি বলেছেন, গত নভেম্বর মাসে তুরস্কে সিআই প্রধানের সাথে তার যে বৈঠক হয়েছে তা ছিল অত্যন্ত ইতিবাচক এবং সৌহার্দ্যপূর্ণ।
গতকাল (রোববার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজের এক সাক্ষাৎকার অনুষ্ঠানে সিআইএ প্রধান উইলিয়াম বার্নস অভিযোগ করেন যে, তুরস্কে অনুষ্ঠিত ওই বৈঠকে রুশ গোয়েন্দা প্রধান অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং সেখানে দাম্ভিকতার সাথে কথা বলেন।
এ বিষয়ে রাশিয়ার সাংবাদিকরা আজ নারিশকিনকে জিজ্ঞেস করলে তিনি বলেন, মার্কিন গোয়েন্দা প্রধানের সঙ্গে তার বৈঠক ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ। তিনি উইলিয়াম বার্নসের মন্তব্যকে হতাশাজনক বলে উল্লেখ করেন। নারিশকিন বলেন, “আমি এখনো ওই বৈঠক এবং তার ফলাফলকে ইতিবাচকভাবে দেখি। বৈঠক খুবই হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।”
সিআইএ প্রধানের প্রতি আন্তরিক সম্মান জানিয়ে রুশ গোয়েন্দা প্রধান বলেন, বার্নস অত্যন্ত অভিজ্ঞ এবং দক্ষ একজন কূটনৈতিক তবে সম্ভবত তিনি সিআইএ প্রধান হিসেবে এখনো অনেক বেশি দক্ষ হয়ে ওঠেননি।
নারিশকিন বলেন, তুরস্কে উইলিয়াম বার্নসের সঙ্গে তার আড়াই ঘণ্টা বৈঠক হয়েছে। যদি আন্তরিকতাপূর্ণ পরিবেশে ওই বৈঠক অনুষ্ঠিত না হতো তাহলে এত দীর্ঘ সময় তাদের মধ্যে আলোচনা হওয়ার কথা নয়।
খবর পার্সটুডে/এনবিএস/ ২০২৩/একে