পায়ে হুইলচেয়ার তুলে দেওয়ার অপরাধ! বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিকে ঘুষি কানাডার প্রবাসীর

 বিশেষ ভাবে সক্ষম মানুষটি (specially abled man) চলাফেরা করেন হুইলচেয়ারে (wheelchair)। সন্ধেবেলায় বারে এসেছিলেন অন্যান্য দিনের মতোই। আচমকা অন্য এক ব্যক্তির পায়ে ভুল করে উঠে যায় তাঁর হুইলচেয়ারটি। তারপর যা ঘটল তা হয়তো কল্পনাও করতে পারেননি তিনি। পায়ে হুইলচেয়ার তুলে দেওয়ার অপরাধে সজোরে ঘুষি (punched) মারেন সেই ব্যক্তি। হুইলচেয়ার থেকে ছিটকে পড়েন সেই বিশেষভাবে সক্ষম মানুষটি।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ব্রিস্টলে। জানা গেছে আক্রমণকারী কানাডার বাসিন্দা। এই ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়েছে নেট মাধ্যমে। টুইটারে ফাইট হেভেন নামে একটি প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে এই ভিডিওটি।

রাতারাতি ভাইরাল হয়েছে নিষ্ঠুরতার এই ভিডিও। এখনও পর্যন্ত মোট ১২.৩ মিলিয়ন ভিউ হয়েছে। পাশাপাশি, নেটিজেনদের কমেন্টও আছড়ে পড়ছে ঝড়ের মতোই। বেশিরভাগই সরব হয়েছেন একজন বিশেষভাবে সক্ষম মানুষের ওপর এমন নির্দয় ব্যবহারের বিরুদ্ধে।

পাশাপাশি, ঘটনাটির ভিডিও না করে ওই আক্রান্ত ব্যক্তিকে সাহায্য করা বেশি গুরুত্বপূর্ণ ছিল এমনটাই মত অনেকেরই। এছাড়াও, ভিডিওয় আক্রমণকারীর গায়ের রং নিয়েও কটাক্ষের সুর শোনা গেছে নেটিজেনদের মন্তব্যে। তবে, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও একজন বিশেষভাবে সক্ষম মানুষের ওপর এই আঘাত আসলে প্রশ্নের মুখে ফেলে দিল সাধারণ মানুষের নিরাপত্তাকেই একথা স্পষ্ট ভিডিও থেকে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২৩ /একে

news