ষষ্ঠবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিক্রমাসিংহে; এবার প্রেক্ষাপট ভিন্ন

পদত্যাগের জন্য জনগণের পক্ষ থেকে তীব্র চাপের মুখে থাকা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ পড়িয়েছেন। বিক্রমাসিংহে গোতাবায়ার ভাই ও পদত্যাগী প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের স্থলাভিষিক্ত হবেন।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ সারাদেশে যখন সরকার সমর্থক ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সরকার বিরোধীদের সংঘর্ষ চলছে তখন প্রধানমন্ত্রী পদে পরিবর্তন এনে ক্ষমতা রক্ষা করার আপ্রাণ চেষ্টা করছেন প্রেসিডেন্ট গোতাবায়া।

বৃহস্পতিবার রাতে শপথ বাক্য পাঠকারী বিক্রমাসিংহে এর আগে পাঁচবার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেও কখনওই মেয়াদ পূর্ণ করতে পারেননি। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের মুখপাত্র সুদেবা হেটিয়ারাচ্চি জানিয়েছেন, শুক্রবার নয়া মন্ত্রীসভা গঠন করতে পারেন বিক্রমাসিংহে।

শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্টে ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) একমাত্র প্রতিনিধি রনিল বিক্রমাসিংহে। তার দল রাজনীতিতে একসময় বেশ শক্তিশালী থাকলেও গত নির্বাচনে দলটির ভরাডুবি হয়।

পাঁচ হাজার কোটি ডলার বৈদেশিক ঋণের দায়ে ঋণখেলাপি একটি দেশের দায়িত্ব নিলেন রনিল বিক্রমাসিংহে। দেশটির অবস্থা এতটাই খারাপ যে নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির মতো অর্থও নেই। যদিও অর্থনীতি সংস্কারে তার সুনাম আছে। তবে এবার তিনি নিজেই সতর্ক করে বলেছেন যে নজিরবিহীন অর্থনৈতিক সংকট দ্রুত সমাধান হবে না। গত সপ্তাহে তিনি পার্লামেন্টে বলেন, ‘সবচেয়ে খারাপ অবস্থা আসতে এখনো বাকি।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news