সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার দায়ে ফ্রান্সের ৩ নাগরিক ইরানে আটক

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভেতরে সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে ফ্রান্সের দুই গুপ্তচরকে আটক করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। ইরানে শিক্ষকদের সাম্প্রতিক প্রতিবাদ কর্মসূচির সময় ফরাসি এই দুই গুপ্তচর সামাজিক বিশৃঙ্খলা উসকে দেয়ার চেষ্টা করেন।

ফ্রান্সের দুই নাগরিক সিসিলি কোহলার এবং জ্যাক্স প্যারিস গত ২৮ এপ্রিল পর্যটক হিসেবে ইরান সফরে আসেন কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা পশ্চিমা গুপ্তচরে পরিণত হন। 

চলতি মাসের প্রথম দিকে ইরানের কিছুসংখ্যক শিক্ষক যখন রাস্তায় নেমে যৌক্তিক বেতন-ভাতা এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন তখন ফ্রান্সের এই দুই নাগরিক ইরানের ভেতর অস্থিরতা এবং সামাজিক বিশৃঙ্খলা তৈরীর চেষ্টা করেন।

স্থানীয় গণমাধ্যম একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে দেখা যায়, ফ্রান্সের এই দুই নাগরিক ইরানে প্রবেশের পর প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। অডিও ক্লিপে শোনা যায় একজন নারী এবং এক পুরুষ বলছেন যে, বিপুল সংখ্যক লোক জড়ো করে বিপ্লবের ডকুমেন্ট তৈরি করতে হবে।

এছাড়া, অন্য এক ভিডিওতে দেখা যায় যে, ফ্রান্সের এই দুই নাগরিক ইরান সফরের সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক ব্যক্তিদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেছেন যাদের বিরুদ্ধে সামাজিক বিশৃঙ্খলা তৈরির অভিযোগ রয়েছে।

কিছু ছবিতে দেখা যায় ইরানের শিক্ষক ইউনিয়নের নেতা রাসুল বোদাগির সঙ্গে তারা সম্পর্ক রাখেন। ইরানে শিক্ষক ইউনিয়নকে বেআইনি সংগঠন হিসেবে দেখা হয়। শুক্রবার ফ্রান্স সরকার এই দুই নাগরিকের আটকাদেশের বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিবৃতি দেয়।খরব পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news