ইউক্রেনের আরও ১১ ড্রোন ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ বলেছেন, রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে ইউক্রেনের আরও ১১টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনের ৯৭৭টি ড্রোন ধ্বংসের দাবি করল রাশিয়া। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধতি দিয়ে রুশ সংবাদ সংস্থা রিয়া নোভস্তি আজ জানিয়েছে, খারসুন এলাকার আকাশে ১১টি ড্রোন ভূপাতিত করার পাশাপাশি খারকিভের আকাশে ইউক্রেনের দু'টি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের সামরিক ক্ষয়ক্ষতির একটি পরিসংখ্যান তুলে ধরে কোনাশেনকভ বলেন, এ পর্যন্ত  ইউক্রেনের প্রায় এক হাজার ড্রোনের পাশাপাশি ১৭৪টি বিমান, ১২৫টি হেলিকপ্টার, ৩১৭টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ১৯৮টি ট্যাঙ্ক ও সাজোয়া যান এবং ৪০৮টি রকেট লঞ্চার ধ্বংস করা হয়েছে।

এছাড়া রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও কামান ইউনিট ইউক্রেনের ৪১টি কমান্ড সেন্টার গুড়িয়ে দিতে সক্ষম হয়েছে।

গত ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। মস্কো বলেছে, তারা ইউক্রেনকে নাৎসীমুক্ত ও নিরস্ত্রীকরণ করতে চায়।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news