ইসরায়েলি স্থলহামলা সর্বশক্তি দিয়ে মোকাবিলার সংকল্প হামাসের

গাজার নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার (২৮ অক্টোবর) জানিয়েছে, তারা সর্বশক্তি দিয়ে ইসরায়েলি হামলা মোকাবিলা করার জন্য প্রস্তত রয়েছে।

ইসরায়েলের সামিরিক বাহিনী গাজা উপত্যাকার ওপর তাদের বিমান ও স্থল হামলার আরো বিস্তার ঘটানোর কথা ঘোষণা করার পর হামাস এ সংকল্প ঘোষণা করে। সূত্র: বিবিসি, রয়টার্স, আল-জাজিরা

শুক্রবার রাতে ইসরায়েল ভয়াবহতম বিমান ও বোমা হামলা চালায় গাজায়। সেই সঙ্গে বাড়িয়ে স্থল হামলাও। স্থানীয় টেলিকম কোম্পানি ও ফিলিস্তিনি রেডক্রিসেন্ট জানায়, উপত্যাকার ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ হয়ে গেছে।

ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার এডমিরাল ডেনিয়েল হাগারি এক টিভি ব্রিফিংয়ে বলেছেন, শেষ দিকে আমরা গাজায় বিমান হামলা জোরদার করেছি এবং হামাসের ‘টানেল ও অন্যান্য অবকাঠামো’ লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, কয়েকদিন ধরে চলা স্থল হামলার পরিধি আরও জোরদার করা হয়েছে।

হামাস শুক্রবার রাতেও গাজা থেকে তেলআবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে রকেট নিক্ষেপ করেছে। এছাড়া এ দিন তারা গাজায় একটি ইসরায়েলি হেলিকপ্টারও গুলি করে ভূপাতিত করে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news