গাজায় স্থলযুদ্ধে ইসরায়েল টিকতে পারবে না: হিজবুল্লাহ
লেবাননে হিজবুল্লাহ আন্দোলনের একজন শীর্ষ নেতা এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল অবরুদ্ধ গাজায় স্থল হামলার সিদ্ধান্ত নিলে তারা দেখতে পারেব যে সেখানকার হামাস ও অন্যান্য প্রতিরোধ যোদ্ধাদের মুখোমুখি হওয়ার মতো সাহস ও রণনিপুণতা তাদের সেনাবাহিনীর নেই।
হিজবুল্লাহর উপপ্রধান শেখ নায়িম কাসেম শুক্রবার ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান ইব্রাহীম আজিজির সঙ্গে বৈরুতে বৈঠকালে এ কথা বলেন।
উল্লেখ্য, ওই রাতেই প্রচন্ড বিমান হামলার মধ্যে ইসরায়েলি ট্যাংক ও সাজোঁযান নিয়ে ইসরায়েলের সেনারা গাজার উত্তরাঞ্চলে প্রবেশ করে। রোববার পর্যন্তু সেখানে হামাসের সঙ্গে তাদের লড়াই চলছে।
শেখ কাসেম বলেছেন, যারা হামাসকে সমর্থন করছে আর যারা হামলাকারী দখলদার ইসরায়েলকে সমর্থন করছে তাদের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
তিনি বলেন, কাপুরুষ দুশমনরা বীর ফিলিস্তিনি যোদ্ধাদের মুখোমুখি না হয়ে নিরীহ সাধারণ মানুষের ওপর গণহত্যা চালাচ্ছে। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলা ও গণহত্যার শিকার হয়ে গাজায় আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে ৫ হাজারেরও বেশি শিশু। অধিকৃত পশ্চিম তীরে হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। সেখানে এপর্যন্তু ১১২ জন নিহত হয়েছেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি