আতংকে গাজার আল-কুদস হাসপাতালের রোগী-স্বজন ও চিকিৎসকরা 

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গাজা সিটির আল-কুদস হাসপাতালের কাছে ইসরায়েল বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করেছে।  এতে বাস্তচ্যুত অসামরিক লোকজন ও স্বাস্থ্যকর্মীরা ‘ভীতি ও আতংকে’ রয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করার প্রেক্ষাপটে গাজার সর্বত্র বিমান হামলা চলছে। 

অধিকৃত পশ্চিত তীরের নাবলুসে সোমবার রাতে আবাসিক এলাকায় হামলা চালায়। সেখান থেকে অন্তত ২ ফিলিস্তিনি যুবককে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এনিয়ে ৭ অক্টোবরের পর পশ্চিম তীর থেকে ১৬০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনা ও ইহুদী বসতিস্থাপনকারীদের হামলায় সেখানে ১২০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি বোমা হামলায় অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান এবিসি টেলিভিশনের ফিলিস্তিনি সাংবাদিক রুশদি সারাজ গত সপ্তাহে নিহত হন। তার স্মরণে মেলবোর্নে এবিসি দপ্তরের বাইরে সাংবাদিক ও মিডিয়া কর্মীরা  রুশদিকে স্মরণ করেন। টেলিভিশন এ সময় গাজার আশশিফা হাসপাতালের অবস্থার ওপর তার পাঠানো ফিচার প্রচার করে এবিসি টেলিভিশন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ হাজার ৩০৬ এ দাঁড়িয়েছে। এর মধ্যে ৩৪৫৭ জন শিশু ও ২১৩৬ জন নারী। আর আহত হয়েছেন ২১ হাজার ৩৮ জন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news