কলকাতায় তাপমাত্রা নামল ২০ ডিগ্রিতে, মেঘ সরতেই শিরশিরে শীতের আমেজ

সকালে চড়া রোদ, বিকেল হতেই হিমেল হাওয়ায় শহরবাসী বেশ মালুম পাচ্ছে শীত আসছে। শহর থেকে শহরতলি, ঠান্ডার আমেজ বেশ ভালরকমই টের পাওয়া যাচ্ছে। সন্ধ্যার পর থেকে উত্তুরে হাওয়ার পারদ নামছে বেশ কিছুটা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রথমবার কলকাতা ও সংলগ্ন এলাকার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রি সেলসিয়াসে। আগামী কয়েকদিনও তাপমাত্রা নামতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী দু’তিন দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রার পারদ কমবে। উত্তরবঙ্গে একই থাকবে তাপমাত্রা। শীতের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ঘূর্ণিঝড়। নিম্নচাপের মেঘ সরে যেতেই কনকনে ঠান্ডা হাওয়া ঢুকছে রাজ্যে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

এখন ভোরের দিকে বেশ ভালরকমই শীতের আমেজ পাওয়া যাচ্ছে। বেলায় চড়া রোদ উঠলেও, সন্ধ্যার পর থেকে তাপমাত্রা নামছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও একটু নামতে পারে। পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা আগে পড়বে। আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news