ভারতে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং জেলবন্দি থেকে এমপি নির্বাচিত

র বিরুদ্ধে জাতীয় সুরক্ষা আইনে অভিযোগ আছে।
বিবিসি জানায়, ভোটে জেতার পরে তার আইনজীবীরা তার জামিনের ব্যবস্থা শুরু করেছেন।
অমৃতপাল সিংয়ের আইনজীবী রাজদেভ সিং খালসা সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন যে জামিনের আবেদনে অমৃতপাল সিংয়ের মাদক-বিরোধী অবস্থানটাকেই তুলে ধরবেন তারা। ভোটে জেতার পরে মানুষের সমর্থন যে অমৃতপাল সিংয়ের প্রতি আছে, সেটা প্রমাণিত হয়েছে।

পাঞ্জাবের আম আদমি পার্টির সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার তাই অমৃতপাল সিংয়ের জামিনের বিরোধিতা না করতে বাধ্য হবে বলে মনে করেন রাজদেভ সিং খালসা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

news