পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৭ সেনা নিহত 

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে আফগানিস্তান সীমান্তের কাছে রাস্তায় গত রোববার সামরিক ট্রাকে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনাবাহিনী একথা জানায়। 

সেনাবাহিনী বিবৃতিতে বলা হয়, লাক্কি মারওয়াত জেলার আইনহীন উপজাতীয় এলাকায় এ বোমা বিস্ফোরণের ঘটনায় নিহতদের মধ্যে একজন অফিসার রয়েছেন। 

বিবৃতিতে আরও বলা হয়, এই জঘণ্য কাজের সঙ্গে জড়িতদেরকে বিচারের মুখোমুখি করা হবে। কেউ তাৎক্ষণিকভাবে এ বাড়িতে তৈরি বোমা হামলার দায় স্বীকার করেনি।

আফগান সীমান্ত সংলগ্ন দুর্গম পার্বত্য এলাকাটি জঙ্গীদের নিরাপদ অঞ্চল হিসেবে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরে। তেহরাক-ই-তালিবান নামে সন্ত্রাসী গ্রুপগুলোর একটি জোট পাকিস্তান সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সশস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। 

পাকিস্তান সরকার অভিযোগ করছে যে, তেহরিক নেতারা প্রতিবেশি আফগানিস্তানে আশ্রয় নিয়েছে। সেখান থেকে তারা পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করছেন। আফগান সরকার বলছে, সেখানকার সহিংসতার ঘটনা পাকিস্তানের অভ্যন্তরীন সমস্যা।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news