কিউবায় রাশিয়ার নৌবহর

ইউক্রেন যুদ্ধ ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমী দুনিয়ার সঙ্গে সঙ্ঘাতের মধ্যেই কিউবায় নৌবহর পাঠালেন রুশ প্রেসিডেন্ট পুতিন। 

মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, পরমাণু শক্তিচালিত একটি ডুবোজাহাজ এবং একটি রণতরীসহ রাশিয়ার চারটি যুদ্ধজাহাজ কিউবার ‘হাভানা বে’ নৌঘাঁটিতে পৌঁছেছে। আমেরিকার ফ্লোরিডা উপকূল থেকে ওই এলাকার দূরত্ব দেড়শো কিলোমিটারেরও কম।

মস্কোর দেওয়া তথ্য বলছে, যুদ্ধজাহাজ অ্যাডমিরাল গোর্শকভ এবং ডুবোজাহাজ কাজান, দু’টিতেই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জিরকনসহ বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র বহন করা হয়। প্রয়োজনে পরমাণু হামলারও ক্ষমতা রয়েছে তাদের। অতীতেও আটলান্টিক মহাসাগরে তারা ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে।

তবে যৌথ নৌমহড়ায় অংশ নিতে যাওয়া রুশ নৌবহরে কোনও পরমাণু অস্ত্র নেই বলে জানিয়েছে প্রয়াত ফিদেল কাস্ত্রোর দেশ। 

একই কথা জানিয়েছে পেন্টাগনও। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার কোনও আশঙ্কা নেই বলেও জো বাইডেনের সরকার জানিয়েছে। রাশিয়া এর আগেও একাধিক বার কিউবায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে। হাভানায় সফর শেষ করে রুশ নৌবহর ভেনেজুয়েলাতে যেতে পারে বলে কিউবার সংবাদমাধ্যম জানিয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news