গৃহকর্মীদের শোষণের দায়ে ব্রিটেনের বিলিয়নিয়ার পরিবারের ৪ সদস্যের কারাদণ্ড

 সুইজারল্যান্ডের একটি আদালত ব্রিটেনের সবচেয়ে ধনী পরিবার হিন্দুজার চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। জেনেভায় অবস্থিত নিজেদের একটি প্রাসাদে ভারতীয় কর্মচারিদের শোষণ করার দায়ে শুক্রবার জেনেভার একটি আদালত তাদেরকে এই দণ্ড দেয়। 

রায় ঘোষণার সময় আদালতে হিন্দুজা পরিবারের কোনো সদস্য উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে জেনেভার ওই আদালতে বিভিন্ন অভিযোগে মামলা চলছিল। এসবের মধ্যে মানব পাচারের অভিযোগ থেকে তাদেরকে খালাস দেওয়া হয়েছে।

রায়ে হিন্দুজা পরিবারের দুই সদস্য প্রকাশ হিন্দুজা ও তার স্ত্রী কমল হিন্দুজাকে সাড়ে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আর তাদের পুত্র অজয় ও পুত্রবধূ নম্রতাকে চার বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

হিন্দুজা পরিবারের বিরুদ্ধে জেনেভায় করা মামলাটির অভিযোগে বলা হয়, পরিবারটি তাদের আদিনিবাস ভারত থেকে সুইজারল্যান্ডে কর্মচারী নিয়ে আসত। আনার পর তাদের পাসপোর্ট নিয়ে নিত।

কৌঁসুলিরা বলেন, হিন্দুজা পরিবারের সদস্যরা তাদের কর্মচারিদের খুব কম বেতন দিতেন। ঘরের বাইরে যাওয়ার তেমন একটা সুযোগ তাদের ছিল না। হিন্দুজা পরিবার অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে।

আদালতে সমাপনী বক্তব্যে কৌঁসুলি অভিযোগ করেন, অর্থ বাঁচাতে শক্তিশালী নিয়োগদাতা ও দুর্বল কর্মচারিদের শোষণ করেছে হিন্দুজা পরিবার। ভুক্তভোগী কর্মচারীদের মাসে ২৫০ থেকে ৪৫০ ডলার বেতন দেওয়া হয়েছে। এটা সুইজারল্যান্ডে তাদের প্রত্যাশিত আয়ের চেয়ে কম।

 বিশ্বের ৩৮টি দেশে হিন্দুজা পরিবারের তেল, গ্যাস, ব্যাংকিং ও স্বাস্থ্য খাতের ব্যবসা রয়েছে। পরিবারটির মোট সম্পদের অর্থমূল্য প্রায় ৪ হাজার ৭০০ কোটি ডলার। বিশ্বজুড়ে তাদের কর্মকর্তা-কর্মচারির সংখ্যা প্রায় দুই লাখ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

news