রাশিয়া যুক্তরাষ্ট্রকে ইরান-ইসরাইল সংকটে সরাসরি সামরিক হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দিয়েছে। বুধবার (১৮ জুন) রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ স্পষ্ট জানিয়ে দেন, "ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা প্রদান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করবে।"
আল আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, রাশিয়া ইসরাইলকে যেকোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া বা এমন চিন্তা করতেও যুক্তরাষ্ট্রকে নিষেধ করেছে। রিয়াবকভ ইন্টারফ্যাক্সকে বলেন, "মস্কো ইসরাইল ও ইরান উভয়ের সাথেই যোগাযোগ রেখে সংকট নিরসনের চেষ্টা করছে।"
এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে টেলিফোনে আলোচনা করেছেন। তাস সংবাদসংস্থা জানায়, উভয় নেতাই ইরান-ইসরাইল উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির অবস্থান শনাক্ত করার দাবি করে বিতর্কিত টুইট করেন। তিনি লিখেন, "খামেনি সহজ লক্ষ্য, তবে আমরা এখনই তাকে লক্ষ্য করছি না।" পাশাপাশি তিনি ইরানকে সতর্ক করে বলেন, "আমেরিকান স্বার্থে আঘাত এলে আমাদের ধৈর্য থাকবে না।"
বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব খর্ব করার কৌশলগত পদক্ষেপ। এদিকে ইসরাইল-ইরান সংঘাতের মধ্যেই আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর এই ধরনের বিবৃতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে মনে করা হচ্ছে।


