যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইরান-ইসরায়েল যুদ্ধবিরতিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ আখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কোর (আইআরজিসি)-ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি। সংস্থাটি দাবি করেছে, ইরান এখনো কোনো আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতির প্রস্তাব পায়নি।

ফার্সে প্রকাশিত প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, “আমেরিকা কাতারে তাদের সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপমান ঢাকতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। ইরান এই দাবি অচিরেই মিথ্যা প্রমাণ করবে।”

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণায় দাবি করেছিলেন, ইরান ও ইসরায়েল একটি 'সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ' যুদ্ধবিরতিতে পৌঁছেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যেই তা কার্যকর হবে। তিনি বলেন, “এই যুদ্ধ বছরব্যাপী চলতে পারত, গোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে দিতে পারত—কিন্তু তা হয়নি এবং হবে না।”

ট্রাম্পের বক্তব্যে ‘ঈশ্বর মধ্যপ্রাচ্য, ইসরায়েল, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আশীর্বাদ করুন’ বলেও মন্তব্য করেন তিনি।

তবে ইরান যুদ্ধবিরতির এমন কোনো ঘোষণা স্বীকার করেনি। বরং ফার্স জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলকে এমন প্রতিক্রিয়া জানানো হবে, যা ট্রাম্পের ঘোষণার মিথ্যাকে স্পষ্ট করে দেবে।

এরই মধ্যে উত্তেজনা আরও তীব্র হয়েছে। ইসরায়েল তেহরানের ঘনবসতিপূর্ণ ‘সেভেনথ ডিস্ট্রিক্ট’ এলাকা খালি করার নির্দেশ দেয়, পরে সেখানে বিমান হামলা চালানো হয়। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কবার্তা জারি করে।

এই অবস্থায় যুদ্ধবিরতির বিষয়টি নিয়ে চলছে বিভ্রান্তি, এবং উভয় পক্ষের বক্তব্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখনও অস্থির ও উত্তপ্ত।

news