আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অর্থনৈতিক সুবিধা পুরোপুরি ভোগ করতে চায়।ইতালি সফরর আব্দুল্লাহিয়ান সোমবার রোমে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুয়িগি ডি মায়িওর সঙ্গে এক সাক্ষাতে একথা জানান।

দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য ইতালি সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আব্দুল্লাহিয়ান বলেন, “আমরা বিশ্বাস করি ইরানকে পরমাণু সমঝোতার অর্থনৈতিক সুবিধা পুরোপুরি ভোগ করতে দিতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন ওই সমঝোতা বাস্তবায়নের গ্যারান্টি দিতে আসে তখন তার এই বাস্তবতা পরিপূর্ণভাবে উপলব্ধি করা প্রয়োজন।”

ইরান এ ব্যাপারে নতুন করে একগুচ্ছ প্রস্তাব উপস্থাপন করেছে জানিয়ে আব্দুল্লাহিয়ান বলেন, “মার্কিনীরা এ ব্যাপারে সঠিকভাবে এবং যুক্তিপূর্ণ উপায়ে কাজ করছে না। তাদের বিষয়টিতে বাস্তবসম্মত উপলব্ধিতে উপনীত হতে হবে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ চায় পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়িত হোক। সমঝোতা বাস্তবায়নের নামে একটি যেনতেন চুক্তি সই হবে আর ইরান ওই সমঝোতা থেকে সুবিধা ভোগ করতে পারবে না- এমন চুক্তি তেহরানের কাম্য নয়। তিনি বলেন, “আমরা একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরের ব্যাপারে অত্যন্ত আন্তরিক।”

গতমাসের শেষদিকে কাতারের রাজধানী দোহায় ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করার লক্ষ্যে ওই আলোচনা অনুষ্ঠিত হলেও তা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি। বিষয়টি নিয়ে আরো আলোচনা করার কথা ঘোষণা করেছে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন।২০১৮ সালে আমেরিকা সমঝোতাটি থেকে বেরিয়ে গেলে এটির বাস্তবায়ন অনিশ্চয়তার মধ্যে পড়ে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news