চলমান উত্তেজনার কারণে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে কয়েক মাস ধরে গোলাগুলি হচ্ছে। এর প্রভাবে চামান সীমান্ত বন্ধ হয়ে পড়েছে, শত শত ট্রাক দুই পাশে আটকা পড়ে আছে। সীমান্ত বন্ধ থাকায় পণ্যবাহী যান চলাচল অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
সংবাদমাধ্যম ডন জানায়, সাম্প্রতিক উত্তেজনা ও বারবার সংঘর্ষের কারণে ২,৬৪০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত প্রায় দুই মাস ধরে বন্ধ। এর ফলে ২০ কোটি ডলারের ওষুধ বাণিজ্য ঝুঁকির মুখে পড়েছে, এবং আফগানিস্তানে ভয়াবহ ওষুধের ঘাটতির সম্ভাবনা দেখা দিয়েছে।
আফগানিস্তান তাদের নিজস্ব ওষুধের খুব কম অংশই উৎপাদন করে। দেশের চাহিদার ৭০% ওষুধ আসে পাকিস্তান থেকে। বর্তমানে তালেবান সরকার ভারতসহ অন্যান্য দেশ থেকে ওষুধ কিনে চাহিদা মেটানোর চেষ্টা করছে। চলতি সপ্তাহে তারা ভারতীয় প্রতিষ্ঠানের সঙ্গে ১০ কোটি ডলারের চুক্তি করেছে।
এর দুইদিন আগে সৌদি আরবে শান্তি আলোচনায় বসেছিল পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল। আলোচনায় উভয় পক্ষ যুদ্ধবিরতি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু দুইদিনের মাথায় সীমান্ত আবারও অশান্ত হয়ে পড়ে।
তালেবান সরকারের দাবি, গত শুক্রবার মধ্যরাতে কান্দাহার প্রদেশে পাকিস্তান হামলা চালিয়েছে। পাকিস্তানও দাবি করেছে, আফগান সেনারা প্রথমে চামান সীমান্তে বিনা উসকানিতে গোলাগুলি শুরু করে।
অক্টোবরে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের জন্য ধারাবাহিক বৈঠকের উদ্যোগ নিয়েছে কাতার, তুরস্ক ও সৌদি আরব। দফায় দফায় যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি।
Pakistan Afghanistan border closure, Chaman border news, Afghanistan medicine shortage, Pakistan-Afghanistan conflict, Afghan drug supply crisis, cross-border trade disruption, Taliban medicine imports, India-Afghanistan medicine deal, border clashes Pakistan Afghanistan, humanitarian impact Afghanistan, Afghanistan health crisis, border security news, Pakistan military tension, Afghan-Pakistan trade news, Chaman crossing updates
