সিরিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে চেষ্টা চালাচ্ছে ফিলিস্তিনের হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, তারা সিরিয়ার সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়ার চেষ্টা করছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়েছে, দামেস্কের সঙ্গে সম্পর্ক পুনস্থাপন জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এখন জোরালো সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

সিরিয়ার ওপর ইসরাইলি হামলার নিন্দা জানিয়ে হামাস আরও বলেছে, ইসরাইলের মোকাবেলায় হামাস সিরিয়ার পক্ষে রয়েছে।

সংগঠনটি আরও বলেছে, সিরিয়া দশকের পর দশক ধরে ফিলিস্তিন এবং প্রতিরোধ সংগঠনগুলোকে সমর্থন ও সহযোগিতা দিয়ে এসেছে। এ অবস্থায় আগ্রাসনের মোকাবেলায় এই দেশটির পাশে দাঁড়ানো বাধ্যতামূলক।

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন মুসলিম বিশ্বে ঐক্য জোরদার এবং সব ধরণের যুদ্ধ-হানাহানি বন্ধেরও আহ্বান জানিয়েছে।

মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসার দখলদার ইহুদিবাদী ইসরাইল মাঝে মধ্যেই সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে এর বেশিরভাগ হামলাই নস্যাৎ করতে সক্ষম হচ্ছে দামেস্ক।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news