ইরান-আর্মেনিয়া সীমান্তে আঘাত সহ্য করবে না ইরান
ইরান-আর্মেনিয়া সীমান্তে যেকোনো ধরণের পরিস্থিতি মোকাবেলায় তেহরান প্রস্তুত রয়েছে। আর্মেনিয়ায় অবস্থিত ইরান দূতাবাস এক বিবৃতিতে বলেছে, ইরান-আর্মেনিয়া সীমান্তের ওপর আঘাতের পরিস্থিতি তৈরি হলে তা মোকাবেলা করা হবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরান প্রতিবেশী দেশগুলোর সীমানা এবং ভৌগোলিক অখণ্ডতা বিনষ্টের বিরোধী, বিশেষকরে ইরান-আর্মেনিয়া সীমান্ত হচ্ছে দুই দেশের যোগাযোগের ঐতিহাসিক পথ। এ ক্ষেত্রে আঘাত আসে এমন যেকোনো পরিস্থিতি মোকাবেলা করা হবে।
আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতের বিষয়ে ইরান সর্বত্রই নিজের অবস্থান স্পষ্টভাবে ঘোষণা করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
ইরান এর আগে নাগোরনো-কারাবাখ-কে আজারবাইজানের কাছে ফিরিয়ে দিতে আর্মেনিয়ার প্রতি আহ্বান জানিয়েছিল। নাগোরনো-কারাবাখ অঞ্চল মুক্ত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছিলেন, নাগোরনো-কারাবাখ আজারবাইজানের কাছে ফিরে আসায় আমরা খুশি।
একইসঙ্গে তিনি সতর্ক করে দিয়ে স্পষ্টভাবে জানিয়েছিলেন, ইরান-আর্মেনিয়া সীমান্ত বন্ধের কোনো পরিকল্পনা থাকলে ইসলামি ইরান এর বিরোধিতা করবে। এর কারণ হলো কয়েক হাজার বছর ধরে যোগাযোগের পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে এই সীমান্ত।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে