চুক্তি চাইলে আমেরিকাকে আস্থা অর্জন করতে হবে: প্রেসিডেন্ট রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় আমেরিকাকে ‘আস্থা অর্জনের’ পদক্ষেপ গ্রহণ করতে হবে। কাতার-ভিত্তিক নিউজ চ্যানেল আল-জাযিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

পরমাণু সমঝোতা আবার কার্যকর করার বিষয়ে আমেরিকার সঙ্গে ইরানের সরাসরি আলোচনা হবে কিনা- জানতে চাইলে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলে কোনো লাভ হবে না।

তিনি ইরানের ওপর নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেন। রায়িসি প্রশ্ন করেন, আমেরিকা ইরানের সঙ্গে চুক্তি চাইলে আলোচনা চলমান থাকা অবস্থায় কেন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে? তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমাদের সঙ্গে যেকোনো আলোচনায় ইরান ও এদেশের জনগণের স্বার্থ রক্ষা করবে তার সরকার।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আলোচনার মাধ্যমে আমেরিকা তার দেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এসব নিষেধাজ্ঞা যাতে আবার আরোপিত না হয় সে ব্যাপারে শক্ত গ্যারান্টি থাকতে হবে।

প্রেসিডেন্ট রায়িসি সাক্ষাৎকারের অন্য অংশে যেকোনো চুক্তি স্বাক্ষরের আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে ইরান বিরোধী সকল অভিযোগের অবসান ঘটানোরও আহ্বান জানান। তিনি বলেন, তেহরান আইএইকে সব বিষয় সর্বোচ্চ সহযোগিতা করেছে। এখন ওই সংস্থায় ইরানের বিরুদ্ধে কোনো অভিযোগ বিদ্যমান থাকা অবস্থায় কোনো চুক্তি হবে না কারণ সেক্ষেত্রে ওই ইস্যু ব্যবহার করে আবার একটি জটিল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা  করা হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news