ইরানে বিদেশি গণমাধ্যমের উসকানিতে বিক্ষোভ ও সহিংসতা; নিন্দার ঝড়

ইরানে পুলিশি হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যাওয়া তরুণী মাহসা আমিনি ইস্যুতে বিদেশি গণমাধ্যমের অপপ্রচার অব্যাহত রয়েছে। ইরানবিরোধী কিছু গণমাধ্যম নিরবচ্ছিন্নভাবে অসত্য ও বানোয়াট তথ্য প্রচার করে যাচ্ছে।

বিবিসি ফার্সি ও ইরান ইন্টারন্যাশনালের মতো ইসলাম বিদ্বেষী টিভি চ্যানেলগুলোর এ সংক্রান্ত খবরের উদ্দেশ্যই হচ্ছে ইরানি জনগণকে সরকারের বিরুদ্ধে উসকানি দেওয়া।

বিদেশি উসকানিতে এরইমধ্যে ইরানের বিভিন্ন শহর এবং বিশ্ববিদ্যালয়গুলোতে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় পুলিশের ওপর হামলা হয়েছে এবং হামলায় কয়েক জন পুলিশ আহত হয়েছে। মাশহাদে একদল দুর্বৃত্ত পুলিশের গায়ে আগুন দেয়। অবশ্য আশেপাশের লোকজন দ্রুতই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা বেশ কয়েক জন পুলিশকে মারধর করেছে। আহত কয়েক জন পুলিশের অবস্থা আশঙ্কাজনক বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।

বিদেশি গণমাধ্যমের উসকানিতে উত্তরাঞ্চলীয় রাশতে একটি মসজিদে আগুন দিয়েছে উগ্র বিক্ষোভকারীরা। হামেদানে একজন ইমামজাদার মাজারেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনা অবশ্য ইরানি সমাজ ও সংস্কৃতির বিরোধী।

বিক্ষোভের নামে একদল দুর্বৃত্ত অ্যাম্বুলেন্সেও আগুন দিয়েছে। ইরানি জাতীয় পতাকা ও হিজাবধারী নারীদের অপমান-অপদস্থের ঘটনাও ঘটেছে।  

সম্প্রতি পুলিশ হেফাজতে অসুস্থ হয়ে হাসপাতালে মারা যান মাহসা আমিনি। তেহরানের নৈতিক নিরাপত্তা পুলিশ অশালীন পোশাক পরার জন্য তাকে একটি প্রশিক্ষণ কর্মশালায় নিয়ে গিয়েছিল। এ ধরণের কর্মশালার মাধ্যমে রাস্তায় চলাফেরা কীভাবে করতে হবে- সে সংক্রান্ত আইন-কানুন শিখিয়ে দেওয়া হয়। এ ধরণের কর্মশালার অবকাশে এক পুলিশ উপদেষ্টার সঙ্গে কথা বলার পরপরই অসুস্থ হয়ে পড়েন এই নারী।

এক মিনিটেরও কম সময়ের মধ্যে নার্স এবং পুলিশ মাহসা আমিনির সেবায় উপস্থিত হন এবং অ্যাম্বুলেন্সে তুলে দেওয়ার ব্যবস্থা করে। তাকে অনতিবিলম্বে নিকটতম স্পেশালাইজড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু তাকে বাঁচানো যায়নি। তার মৃত্যুর কারণ বের করতে তদন্ত চলছে। কিন্তু এই ইস্যুকে অপব্যবহার করে ইরান  ও ইসলামের শত্রুরা মিথ্যাচার অব্যাহত রেখেছে।

বিদেশি গণমাধ্যমের উসকানিতে কিছু মানুষের এ ধরণের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ইরানের বিভিন্ন মহল। সবাই বলছে, বিক্ষোভের নামে যা ঘটছে তা ইরানের ইতিহাস-ঐতিহ্যের পরিপন্থী। ইসলাম ও বিপ্লবের শত্রুরা অতীতের মতো এবারও একই ধরণের কাজ করছে। তবে এবারও তাদের ষড়যন্ত্র ব্যর্থ হবে।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news