পাকিস্তানে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত: ২ মেজরসহ ৬ সেনা নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের হারনাই এলাকায় সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় সেনা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন মেজর ছিলেন। আজ (সোমবার) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআরের বরাত দিয়ে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, গতরাতে খোস্ত শহরের কাছে এক অভিযান পরিচালনা করতে গিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এসময় হেলিকপ্টারেন সব আরোহী নিহত হন। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়স্ক মেজর খুররাম শাহজাদ এবং ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল।

হেলিকপ্টার বিধ্বসের কারণ এখনও জানা যায়নি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সেনা নিহতের ঘটনায় পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গভীর শোক প্রকাশ করেছেন।

গত আগস্ট মাসেও পাক সামরিক বাহিনী আরেকটি হেলিকপ্টার হারিয়েছিল। প্রথমে নিখোঁজ থাকলেও পরে বিধ্বস্ত সেটি হয় বলে জানানো হয়।  ওই ঘটনায়ও ছয় সেনা নিহত হয়েছিলেন। সেসময় আইএসপিআর দাবি করে, খারাপ আবহাওয়ায় পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল।
খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে

news