ইরান-বিরোধী হামলার উৎসমূলে আঘাত করতে দ্বিধা করবে না আইআরজিসি’
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফরুশান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যদি কোনো শক্তি হামলা চালায় তাহলে সে যেই হোক না কেন তার উৎসমূলে আঘাত করতে আইআরজিসি দ্বিধা করবে না।
ইরান থেকে সম্প্রচারিত আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসির ডেপুটি চিপ ফর অপারেশন্স এসব কথা বলেন।
ইরাকের কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবস্থানে গোলাবর্ষণ ও ড্রোন হামলার পর এ কথা বলেন তিনি। তিনি বলেন, " বিপ্লব বিরোধীরা যেখানেই শক্ত অবস্থান গড়ে তুলুক না কেন তাদেরকে টার্গেট করব আমরা।” জেনারেল নিলফরুশান বলেন, এই কৌশলের অংশ হিসেবেই ইরান গতকাল ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ড্রোন এবং মর্টারের হামলা চালিয়েছে।
ইরানের সম্প্রতি যে দাঙ্গার ঘটনা ঘটেছে তাতে এই সমস্ত সন্ত্রাসী ঘাঁটি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানান জেনারেল নিলফরুশান।
খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে