রাশিয়ার স্কুলে গুলিবর্ষণ; নিহত ১৩, আহত ২০ জন
রাশিয়ার মধ্যাঞ্চলীয় ইজেভস্ক শহরের একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বন্দুক হামলার পর হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্নহত্যা করেছেন। হামলার কারণ এখনো জানতে পারেনি পুলিশ। নিহতদের পরিচয়ও তারা প্রকাশ করেনি।
রাশিয়ার সরকারি গণমাধ্যম জানিয়েছে, একজন অজ্ঞাত বন্দুকধারী ওই স্কুলে ঢুকে শিক্ষার্থী, শিক্ষক এবং নিরাপত্তা রক্ষীদের ওপর গুলিবর্ষণ শুরু করে।
খবরে আরো বলা হয়, ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে বন্দুক হামলার ঘটনাটি ঘটে। স্থানীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় সময় স্কুলে প্রায় ১ হাজার শিক্ষার্থী ও ৮০ জন শিক্ষক ছিলেন। স্কুল ভবন থেকে ছাত্র ও শিক্ষকদের সরিয়ে নেওয়া হয়েছে।
উদমুর্তিয়া অঞ্চলের গভর্নর আলেকজান্ডার ব্রেচালভ সংবাদমাধ্যমে তাৎক্ষণিকভাবে বলেন, নিরাপত্তা বাহিনী এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। ইজহেভস্ক ইউরাল পর্বতমালার পশ্চিমে অবস্থিত একটি শহর। এটি রাজধানী মস্কো থেকে প্রায় এক হাজার কিলোমিটার পূর্বে অবস্থিত।
খবর পার্সটুডে/২০২২/এনবিএস/একে