মিশরের প্রখ্যাত আলেম ইউসুফ আল কারজাভির ইন্তেকাল

মিশরের প্রখ্যাত আলেম আল্লামা ইউসুফ আল কারজাভি আজ (সোমবার) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর।

কাতারের রাজধানী দোহায় তিনি ইন্তেকাল করেন। আল্লামা কারজাভির ছেলে আব্দুর রহমান ইউসুফ টুইটবার্তায় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ আবদুল্লাহ আল কারজাভি মিসরীয় বংশোদ্ভূত একজন প্রভাবশালী গবেষক ও আলেম। তিনি মিসরভিত্তিক আন্তর্জাতিক সংগঠন মুসলিম ব্রাদারহুডের উপদেষ্টা ছিলেন।


 

মিসরের নাগরিক হওয়া সত্ত্বেও তিনি বহু বছর ধরে কাতারে বসবাস করে আসছিলেন। মুসলিমদের স্বার্থসংশ্লিষ্ট বেশ কয়েকটি সংগঠনের সাথে সক্রিয়ভাবে নিজেকে জড়িয়ে রেখেছিলেন আল্লামা কারজাভি।

মুসলিম ধর্মতাত্ত্বিকদের অভিজাত সংগঠন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি। ২০০৪ সালে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।

ইউসুফ আল কারজাভি ইসলাম ধর্মের বিভিন্ন বিষয়ে  বহু বই লিখেছেন। তাঁর বইগুলো পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news