ইরানের নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় নয়: আলি আকবারি

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: ইরাকের উত্তরাঞ্চলীয় সন্ত্রাসী ঘাঁটিগুলো থেকে ইরানের নিরাপত্তা বিরোধী বিচিত্র কর্মকাণ্ড চালানো হচ্ছে।

ইরানের নিরাপত্তার ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না বলে হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ জাওয়াদ আলি আকবারি জুমার নামাজের খুতবায় ওই মন্তব্য করেন। কুর্দিস্তানের সশস্ত্র সন্ত্রাসীদের ঘাঁটিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র বিধ্বংসী অভিযানের প্রশংসা করে তিনি বলেন: ওই অঞ্চলে ৫০ থেকে ৬০ টি সন্ত্রাসী ঘাঁটি ইরানের নিরাপত্তা বিরোধী বিচিত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ওইসব সন্ত্রাসী ঘাঁটি টার্গেট করে আইআরজিসি গত বুধবার ক্ষেপণাস্ত্র হামলা চালায়। লক্ষ্যভেদি ওই ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে যায় বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের অধিকাংশ আস্তানা। বিশিষ্ট এই আলেম ইরানের অভ্যন্তরে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনাকে শত্রুরা অপব্যবহার করার চেষ্টা চালিয়েছে বলে উল্লেখ করেন। কিন্তু দেশের ইসলামপ্রিয় সচেতন জনতা নিজেদের শত্রু-মিত্র চিনে দেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে ধ্বংসকামীদের প্রতিহত করেছে। বিগত দুই মাস ধরে কারবালার শহীদ স্মরণে শোক এবং ঐতিহাসিক চেহলাম পালনের মাধ্যমে অর্জিত চেতনায় উজ্জীবিত হয়ে দেশবিরোধী ফেতনাবাজদের সারি থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

হিজাব লঙ্ঘন বিষয়ক সাম্প্রতিক ঘটনার প্রতি ইঙ্গিত করে জনাব আলি আকবারি আরও বলেন, মুসলিম নারীদের হিজাবের বিষয়ে আইন ও বিচার বিভাগকে অবশ্যই কঠোরতা অবলম্বন করতে হবে।

সাম্প্রতিক দুর্ঘটনায় দেশের প্রতিরক্ষা বাহিনী ও নিরাপত্তা বিভাগের যেসব সদস্য শহীদ হয়েছে তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন খতিব। সেইসঙ্গে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির বিজ্ঞোচিত ও বৈপ্লবিক আলোচনার প্রশংসা করেন জুমার খতিব।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে
 

news