ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা নস্যাত করা হবে

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাহেদান শহরের একটি থানায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই বাহিনীর গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে বলেছে, যারাই দেশের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

শুক্রবার জাহেদান শহরে সন্ত্রাসীদের হামলায় সিস্তান-বালুচিস্তান প্রদেশে আইআরজিসি’র গোয়েন্দা কমান্ডারসহ এই বাহিনীর মোট পাঁচ সদস্য নিহত হন।ওইদিন সন্ত্রাসীরা শহরের মাক্কি মসজিদের নিকটবর্তী একটি থানায় হামলা চালায়। এ সময় আইআরজিসির গোয়েন্দা ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে তাদের ওপর গুলি চালায় সন্ত্রাসীরা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “ইরানি জনগণ ও সশস্ত্র বাহিনী দেশের জনগণ ও সৈন্যদের জীবন বিপন্নকারী যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেবে। এ ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র দ্বিধা না থাকে।”

বিবৃতিতে শত্রুদের সতর্ক করে দিয়ে বলা হয়, ইরানের নিরাপত্তা বাহিনীগুলো শত্রুদের মদদপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতিটি গতিবিধি নখদর্পণে রেখেছে। কাজেই তারা যেকোনো ধরনের নাশকতামূলক তৎপরতা চালাতে চাইলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news