সৌদি আরব ও আমিরাতে কর্মরত তেল কোম্পানিগুলোকে ইয়েমেনের হুঁশিয়ারি
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত দেশি-বিদেশি তেল কোম্পানিগুলোকে এসব দেশে ছেড়ে চলে যাওয়ার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইয়েমেনে সেনাবাহিনী। সৌদি আরব ও তার মিত্ররা ইয়েমেনে ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ঠিকমতো মেনে না চলায় এবং ওই যুদ্ধবিরতি নবায়ন না হওয়ায় এ হুঁশিয়ারি দিল ইয়েমেনের সেনাবাহিনী।
ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সরিয়ি এক টুইটার বার্তায় বলেছেন, তার বাহিনী বিদেশি তেল কোম্পানিগুলোকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করার জন্য খুব অল্প সময় বেধে দিয়েছে। এর মধ্যে তারা সরে না গেলে তাদের সম্ভাব্য যেকোনো বিপদের জন্য ইয়েমেন দায়ী থাকবে না।
সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাসে ইয়েমেনে আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত দেশটিতে লাখ লাখ মানুষ হতাহত হয়েছে। গত এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় দুপক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় যার মেয়াদ এ পর্যন্ত দুই দফায় বাড়ানো হয়েছে। গতকাল (রোববার) যুদ্ধবিরতির বর্ধিত মেয়াদ শেষ হয়েছে। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের প্রচেষ্টা সত্ত্বেও এবারের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো সম্ভব হয়নি।
জেনারেল সারিয়ি বলেন, সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলো যতদিন ইয়েমেনে আগ্রাসন চালিয়ে যাবে এবং ইয়েমেনের ওপর যতদিন অবরোধ চলবে ততদিন বিদেশি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে ঘোষিত সতর্কতা বলবৎ থাকবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে