উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করল ইরাকের হাশদ আশ শাবি

ইরাকের দক্ষিণাঞ্চলের তেলসমৃদ্ধ বসরা নগরীর কয়েকটি ঘাঁটিতে উগ্র সন্ত্রাসীদের হামলা প্রতিহত করেছে দেশটির জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবি। সংগঠনের যোদ্ধাদের পাল্টা হামলায় বহু সন্ত্রাসী নিহত হয়েছে।

হাশত আশ শাবির সঙ্গে সম্পর্কযুক্ত সাবেরিন নিউজ জানিয়েছে, সন্ত্রাসীরা হাশ আশ শাবির ঘাঁটিতে হামলা চালালে পাল্টা প্রতিরোধে তারা পালিয়ে যেতে বাধ্য হয়।

পপুলার মবিলাইজেশন ইউনিট জানিয়েছে, তাদের হামলায় প্রায় এক ডজন সন্ত্রাসী নিহত হয়েছে।

এর আগে সাবেরিন নিউজ জানিয়েছিল, সন্ত্রাসীরা শক্তিশালী হামলা চালায় এবং দফায় দফায় বিস্ফোরণে তাদের ঘাঁটিগুলো কেঁপে ওঠে। এ সময় সন্ত্রাসীরা বেপরোয়াভাবে ঘাঁটি দখলের চেষ্টা চালায়।

এদিকে, আজ সকালের দিকে বসরা নগরীতে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অন্তত আটটি কাতিউশা রকেট এসে পড়ে। এছাড়া চারটি রকেট প্রতিবেশী আল তান্নুমা এলাকায় আঘাত হানে।

ইরাকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে হাশদ আশ শাবি বা পপুলার মবিলাইজেশন ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news