চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে পশ্চিমারা: ইরান

ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি পশ্চিমা সরকারগুলো সমালোচনা করে বলেছেন, বিভিন্ন দেশের ওপর পাশ্চাত্য চাপ সৃষ্টির হাতিয়ার হিসেবে মানবাধিকারকে ব্যবহার করে আসছে। ইরানের সাম্প্রতিক সহিংস ঘটনার প্রতি পশ্চিমা সরকারগুলোর সমর্থনের প্রেক্ষাপটে এই কথা বললেন ইরানি মুখপাত্র।

নাসের কানয়ানি বলেন, যখন পশ্চিমা সরকারগুলো বিভিন্ন দেশের ওপরে রাজনৈতিক চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তখন পশ্চিমা বলদর্পী  ব্যবস্থার আজ্ঞাবহ গণমাধ্যমগুলো একই সুরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে দাঁড়ায়।

ব্যক্তিগত ইনস্টাগ্রাম চ্যানেলে দেয়া পোস্টে নাসের কানয়ানী আরো বলেন, দেড় লাখ শিশুকে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করে ফেলার মর্মান্তিক ঘটনা বিশ্ব ভুলে যায়নি এবং কানাডায় ইস্কুলের পাশে শত শত শিশুর গণকবর খুঁজে পাওয়ার ঘটনাও কেউ বিস্মৃত হয়নি।

ইরানি মুখপাত্র বলেন, বাস্তবতা আড়াল করে এবং অন্যদেরকে অভিযুক্ত করে প্রকৃত সত্য বদলে দেয়া যাবে না এবং মানবাধিকারের জানালা বন্ধ করা যাবে না।

ইরানের মাহসা আমিনি নামে ২২ বছরের এক তরুণীর দুঃখজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা ঠেকাতে ইরান সরকারের নানা পদক্ষেপের কারণে কানাডা তেহরানের উপর সম্প্রতি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরপর ইরানের মুখপাত্র এই বক্তব্য দিলেন।
।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news