সৌদি আরব থেকে সেনা ফিরিয়ে আনুন, অস্ত্র বিক্রি বন্ধ করুন: স্যান্ডার্স

মার্কিন স্বতন্ত্র সিনেটর এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের সাবেক মনোনয়নপ্রার্থী বার্নি স্যান্ডার্স সৌদি আরব থেকে আমেরিকার সেনা প্রত্যাহার করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে রিয়াদের কাছে সমস্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি বন্ধ করারও আহ্বান জানিয়েছেন তিনি।

আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেয়ায় সৌদি আরবের বিরুদ্ধে এইসব ব্যবস্থা নেয়ার আহ্বান জানালেন স্যান্ডার্স।

বার্নি স্যান্ডার্স বলেন, "যদি সৌদি আরব বিশ্বের অন্যতম প্রধান মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে থাকে এবং তারা যদি রাশিয়ার সঙ্গে মিত্রতা সৃষ্টি করে আমেরিকায় গ্যাসের দাম বাড়িয়ে দেয়ার চেষ্টা করে তাহলে তারা তাদের রাজতন্ত্র রক্ষার জন্য পুতিনকে ধরুক।"

গতকাল শুক্রবার এক টুইটার পোস্টে ভারমন্ট থেকে নির্বাচিত সেনেটর এসব কথা বলেছেন। এর আগের দিন সৌদি আরবসহ ওপেকের সদস্য এবং এই সংস্থার বাইরের তেল উৎপাদনকারী দেশগুলো বিশ্ববাজারে তেলের দাম বাড়াতে প্রতিদিন বিশ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে।

স্যান্ডার্স বলেন, “সৌদি আরব থেকে আমাদের সমস্ত সেনা প্রত্যাহার করা উচিত। দেশটির কাছে অস্ত্র এবং সামরিক সংগ্রাম বন্ধ করা দরকার। তেলের দাম বাড়ানোর জন্য সৌদি আরব যে তেল উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে তার অবসান ঘটাতে দেশটির বিরুদ্ধে পদক্ষেপ নেয়া দরকার বলেও স্যান্ডার্স মন্তব্য

গত আগস্ট মাসে আমেরিকা সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ৫০০ কোটি ডলারের অস্ত্র সরবরাহের চুক্তি করেছে। ইয়েমেনের দারিদ্র পীড়িত বেসামরিক নাগরিকের বিরুদ্ধে ব্যবহার করছে বলে জানার পরেও আমেরিকা এই সমস্ত অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয়।

এদিকে, কয়েকজন মার্কিন আইনপ্রণেতা সৌদি আরবের বিরুদ্ধে একটি নতুন বিল আনতে যাচ্ছেন যাতে রিরোধী সব ধরনের আহ্বান জানানো হবে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news