জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান; রাশিয়ায় আগাম হামলা চালাবে না আমেরিকা

ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে রাশিয়ার উপর ‘আগাম হামলা’ চালাবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র গতকাল ওয়াশিংটনে বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংঘাতে মার্কিন বাহিনী সরাসরি জড়িত হবে না।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় হামলা চালানোর জন্য আমেরিকা ও ন্যাটো জোটের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, রাশিয়া যাতে পরমাণু অস্ত্র দিয়ে ইউক্রেনের বিরুদ্ধে হামলা করতে না পার সেজন্য রাশিয়ার পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানো উচিত।

তার ওই আহ্বানের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র ভেদান্ত প্যাটেল বলেন, প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন একথা স্পষ্ট করেছে যে, ইউক্রেন সংঘাতে সরাসরি জড়িয়ে যাবে না ওয়াশিংটন।তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত আমাদের মিত্র কোনো দেশ আক্রান্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা সরাসরি যুদ্ধে জড়াব না।” প্যাটেল দাবি করেন, এক্ষেত্রে ওয়াশিংটনের অবস্থান ‘অত্যন্ত পরিষ্কার’।

এদিকে জেলেনস্কির আহ্বানের তীব্র নিন্দা জানিয়ে রাশিয়া বলেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট যে ধ্বংসাত্মক ধারনা পেশ করেছেন তা কেউ বাস্তবায়ন করতে আসলে গোটা বিশ্বে আগুন লেগে যাবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট একজন ‘দানব’ যার হাত গোটা বিশ্বকে ধ্বংস করে দিতে পারে।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news