ইরানকে শাস্তি দিলে ইউরোপের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের সাম্প্রতিক নৈরাজ্য ও দাঙ্গাকে অজুহাত করে ইউরোপীয় ইউনিয়ন যদি তেহরানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া তাহলে ইরানও পাল্টা পদক্ষেপ নেবে।

তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথেরিন কলোন্নার সঙ্গে এক টেলিফোনালাপের খবর জানিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরানের শীর্ষ কূটনীতিক বলেন, কলোন্নার সঙ্গে তার টেলিফোনালাপে দুদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও স্বার্থ রক্ষাকে অগ্রাধিকার দিতে রাজি হয়েছে। সেইসঙ্গে সহিংসতা ও সন্ত্রাসবাদ মোকাবিলার ওপরও জোর দেয়া হয়েছে।

আব্দুল্লাহিয়ান বলেন, “আমি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়েছি।” তিনি আরো বলেন, ইউরোপ যদি কোনো বিধিনিষেধ আরোপের চেষ্টা করে তাহলে ইরান পাল্টা পদক্ষেপ নেবে।


ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে ইউরোপীয় দেশগুলোর অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।

গত বৃহস্পিতিবার ইউরোপীয় পার্লামেন্ট ইরানের দাঙ্গাকে কেন্দ্র করে একটি প্রস্তাব পাস করে। প্রস্তাবে যেসব ইরানি কর্মকর্তা দাঙ্গা দমনে ভূমিকা রাখছেন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দৃশ্যত ইউরোপীয় পার্লামেন্টের ওই প্রস্তাবের প্রতি ইঙ্গিত করে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news