অধিকৃত পশ্চিম তীরে আরো এক ইসরাইল সেনা নিহত

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বন্দুকধারী ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে আরো এক ইহুদিবাদী ইসরাইলি সেনা নিহত হয়েছে।

যোদ্ধারা নিজেদেরকে ‘দি লায়ন্স ডেন’ বলে পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে। এই গ্রুপ এক বিবৃতিতে বলেছে, "নাবলুস শহরের পশ্চিমে ডেইরি শারাফ এলাকায় দখলদার ইহুদিবাদী ইসরাইলের দ্বিতীয় সেনাকে হত্যার কথা আমরা ঘোষণা করছি।"

নিহত ইসরাইলি সেনার নাম ইদো বারুক যার বয়স ২১ বছর। তাকে দুজন বন্দুকধারী গাড়ি থেকে নেমে শাভেই শোমরন এলাকায় গুলি করে হত্যা করেন।

এর তিন দিন আগে পশ্চিম তীরের শুয়াফাত শরণার্থী শিবিরের কাছে আঠারো বছর বয়সী ইসরাইলি আরেক সেনাকে ফিলিস্তিনি বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছেন।

ইসরাইল সেনাদের এই হত্যাকাণ্ডের পর গাঁজা উপত্যকা থেকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধে আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, ইসরাইলিদের অপরাধযজ্ঞ এবং পবিত্র আল আকসা মসজিদে বিভিন্ন সময় অভিযানের নামে অপবিত্র করার স্বাভাবিক প্রতিক্রিয়া হচ্ছে এই হত্যাকাণ্ড।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news