গ্যাস আমদানি বাড়াতে তেহরানের সঙ্গে বাগদাদের আলোচনা

ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর জন্য তেহরানের সঙ্গে আলোচনা করছে বাগদাদ। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ মুসা আজ (মঙ্গলবার) এ কথা বলেন। তিনি জানান, ইরান থেকে গ্যাস আমদানি বাড়ানোর চিন্তা করছে ইরাক।

আহমদ মূসা জানান, বর্তমানে প্রতিদিন ইরান থেকে ইরাক দুই কোটি ঘনমিটার গ্যাস আমদানি করে কিন্তু দেশের চাহিদা পূরণের ক্ষেত্রে তা যথেষ্ট নয়। এজন্য ইরাকের বেশ কিছু বিদ্যুৎ স্থাপনা অলস বসে থাকে।

আহমদ মুসা জানান, বাড়তি গ্যাস আমদানির জন্য ইরাকের কর্মকর্তারা ইরানের সঙ্গে আলোচনা করছেন এবং মাঝে মাঝে ইরান সফর করছেন। আসন্ন শীতকাল শুরুর আগেই গ্যাস আমদানি এবং বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা চলছে।

তিনি জানান, ইরানের কাছ থেকে জ্বালানি আমদানি বাবদ যে অর্থ বকেয়া ছিল তা পরিশোধ করা হয়েছে এবং খুব শিগগিরই একটি ইরাকি প্রতিনিধিদল গ্যাস আমদানি বাড়ানোর বিষয়ে আলোচনা করতে ইরান সফর করবে।

ইরাক প্রতিদিন ইরান থেকে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি ঘনমিটার গ্যাস আমদানি করতে চায়।

এর আগে জুলাই মাসে ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ান জানিয়েছিলেন, তার দেশ ইরাকের সঙ্গে দীর্ঘমেয়াদী কৌশলগত বিদ্যুৎ চুক্তি করেছে। এই চুক্তির আওতায় ইরাকের বিদ্যুৎ স্থাপনাগুলোকে জ্বালানি সরবরাহ করবে ইরান।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news