দুই দিনের ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের কী ক্ষতি হয়েছে- সে চিত্র জানালো রাশিয়া 

সোম ও মঙ্গলবার রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাতে ক্ষয়ক্ষতির চিত্র প্রকাশ করেছেন রুশ জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন।

রাশিয়ার ক্রিমিয়া সেতুতে সন্ত্রাসী কায়দায় ট্রাক বোমা হামলা চালানোর পর মস্কো ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইউক্রেনের ৭০টি জ্বালানি ও বিদ্যুৎ স্থাপনা আঘাতপ্রাপ্ত হয়েছে, যার ফলে দেশটির শতকরা ৫০ ভাগ বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার টেলিগ্রামে দেয়া এক পোস্টে ভিয়াচেস্লাভ ভলোদিন এ তথ্য জানিয়েছেন।

তিনি হামলার ক্ষয়ক্ষতির যে মানচিত্র প্রকাশ করেছেন তাতে দেখা যায় শুধুমাত্র ইউক্রেনের তিনটি অঞ্চল হামলা থেকে মুক্ত আছে। এগুলো হলো- উত্তরাঞ্চলের চেরনিহব এবং উত্তরে ভলিন ও ট্রান্সকারপাথিয়া।

রাশিয়ার স্পিকার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি সন্ত্রাসী হামলা অব্যাহত থাকে তাহলে এর চেয়েও কঠিন জবাব দেয়া হবে।

রুশ জাতীয় সংসদের স্পিকার আরো বলেছেন, ক্রিমিয়ার সেতুতে সন্ত্রাসী হামলার সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে খুঁজে বের করা হবে এবং যারা গ্রেফতার ঠেকাতে প্রতিরোধ করার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে।

খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news