রাশিয়া ইস্যুতে জাতিসংঘে নিরপেক্ষতা বজায় রেখেছে পাকিস্তান, আত্মসমর্পণ করেছে ভারত”

রাশিয়া ইস্যুতে পাকিস্তান নিরপেক্ষতা বজায় রাখলেও আত্মসমর্পণ করেছে ভারত। ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে আনা প্রস্তাবের ওপর গোপনে ভোটাভুটি করার প্রস্তাব তোলে রাশিয়া। কিন্তু রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র ভারত বিস্ময়করভাবে নিজের অবস্থান পরিবর্তন করে প্রস্তাবের পক্ষে অর্থাৎ রাশিয়ার বিপক্ষে ভোট দেয়। 

তবে ভোটদানে বিরত ছিল পাকিস্তান। ভোটাভুটির পর এই মন্তব্য করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন। প্রস্তাবের উপর ভোটাভুটিতে পাকিস্তান ভোটদানে বিরত ছিল। সোমবার রাতে ওই ভোটাভুটি হয়।

রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গোপন ব্যালোটে ভোটাভুটির ব্যবস্থা করার প্রস্তাব দেন তবে তার এ প্রস্তাব প্রত্যাখ্যান করে সাধারণ পরিষদ। নেবেনজিয়া বলেছিলেন, মার্কিন চাপের কারণে অনেক সদস্য দেশ প্রকাশ্যে তাদের মত ব্যক্ত করতে পারবে না।

রাশিয়ার প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয় মোট ১০৭টি দেশ। ১৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় আর ৩৯টি দেশ ভোটদানে বিরত ছিল।

news