ইরানের বিরুদ্ধে হামলার জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেছে ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনীর প্রধান আভিভ কোচাভি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেছেন।
তিনি তার ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান খুব শিগগিরই পরমাণু বোমা বানিয়ে ফেলতে পারে।
জেনারেল কোচাভি আমেরিকার প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনার নতুন পরিকল্পনা করা দরকার যাতে যৌথভাবে ইরানকে মোকাবেলা করা যায়।
মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিপস অব স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সালিভান এবং সিআইএর পরিচালক উইলিয়াম বার্নসের সঙ্গে সিরিজ বৈঠক করেন জেনারেল কোচাভি। এসব বৈঠকে তিনি ইরানের পক্ষ থেকে হুমকি নিয়ে আলোচনা করেন। গত রোববার সকালে কোচাভি আমেরিকা সফরে যান।
বৈঠকে তিনি বলেন, “আমরা এটি ক্রান্তিকাল পার করছি, এই মুহূর্তে ইরান ও তার সহযোগী শক্তিগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর জন্য জোরদার পরিকল্পনা প্রয়োজন।” তিনি বলেন, একদিকে ইরান অর্থনৈতিক, সামরিক ও অভ্যন্তরীণ চাপে রয়েছে অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে।
খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে