চীনের সঙ্গে ইরানের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করা হবে: রায়িসি

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, চীন ও ইরানের মধ্যে কৌশলগত সম্পর্ক শক্তিশালী করার জন্য এই দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা দৃঢ়সংকল্প। যেকোনো আন্তর্জাতিক পরিস্থিতিতে এই সম্পর্ক শক্তিশালী করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন।

প্রেসিডেন্ট রায়িসি বুধবার তেহরান সফররত চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহির সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। তিনি বলেন, চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে চীনের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার গুরুত্ব অতীতের চেয়ে অনেক বেড়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমানে বিশ্বের সব দেশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে গোটা বিশ্বে একক আধিপত্য বিস্তার করার চেষ্টা চলছে। এই প্রচেষ্টা ভণ্ডুল করে দিয়ে বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে স্বাধীনচেতা দেশ ও শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৈঠকে ইরানের পরমাণু সমঝোতা নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর কঠোরতম চাপ সৃষ্টি করতে চেয়েছিল। অথচ আজ আমেরিকা অবনত মস্তকে একথা স্বীকার করছে যে, ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রচেষ্টা চরমভাবে  ব্যর্থ হয়েছে। রায়িসি আরো বলেন, ইরানি জনগণ একথা প্রমাণ করেছে যে, আধিপত্যকামী শক্তির চাপের মুখে প্রতিরোধ গড়ে তুলে নিজেদের অধিকার আদায় ও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব।

সাক্ষাতে চীনা প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান ও চীনের মধ্যে শক্তিশালী সহযোগিতা বর্তমান বিশ্বে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়তা করবে। তিনি বলেন, একমেরুকেন্দ্রীক বিশ্বব্যবস্থা বিশ্বের অর্থনৈতিক উন্নতির পথে অন্তরায়।কাজেই এ ধরনের বিশ্বব্যবস্থা ভেঙে দিতে হবে।খবর পার্সটুডের /এনবিএস/২০২২/একে

news