বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া চালাচ্ছে রাশিয়ার সেনারা


বেলারুশের সঙ্গে কৌশলগত মহড়া শুরু করেছে রাশিয়া এবং তারা বরফঢাকা এলাকায় কামান ও ট্যাংকের গোলাবর্ষণ করছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, রাশিয়ার ওয়েস্টার্ন মিলিটারি ডিস্ট্রিক্টের সেনারা বেলারুশ প্রজাতন্ত্রের সেনাদের সঙ্গে সম্মিলিতভাবে যুদ্ধের মহড়া অব্যাহত রেখেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে- রাত এবং দিন মিলেই দুই দেশের সেনারা মহড়া চালাচ্ছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সেনারা এ মহড়ায় ছোট অস্ত্রের গুলি থেকে শুরু করে মর্টারের গোলা সবই বর্ষণ করছে। এছাড়া, যুদ্ধের সময় প্রয়োজনীয় যান চালনা, বিভিন্ন রকমের মানসিক বাধা সৃষ্টিকারী কোর্স সম্পন্ন করা, যুদ্ধের সময় কৌশলগত ওষুধ গ্রহণ এবং অন্যান্য শৃঙ্খলা রক্ষার মহড়া চালাচ্ছে। এ নিয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিও প্রকাশ করেছে।

রাশিয়া গত অক্টোবর মাসে একদল সেনাকে বেলারুশ পাঠিয়েছিল যাদের লক্ষ্য ছিল দুই দেশের সীমান্তকে শক্তিশালীভাবে রক্ষা করা এবং একটি যৌথ বাহিনী গঠন করা।

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেংকো হচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র। তিনি আগেই ঘোষণা করেছেন, ইউক্রেন তার দেশকে যখন হামলার ষড়যন্ত্র করেছিল তার আগে থেকে যৌথ বাহিনী গঠন করা হয়েছে।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news